আর্কাইভ থেকে এশিয়া

গাজায় প্রথম মানবিক সাহায্য, ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির প্রথম মানবিক সাহায্য পৌঁছালো গাজায়। ধ্বংস হয়ে যাওয়া গাজায় ঘরে ফিরে এসেছে হাজার হাজার ফিলিস্তিনি। এসব এলাকা পুন:নির্মাণ করতে কয়েক বছর লেগে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আহতদের উদ্ধার করার জন্য করিডোর বানানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ব জেরুজালেমে মুসলিম, ইহুদি ও খ্রীস্টানদের পবিত্র স্থান আল আকসা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে।

শুক্রবার থেকে সেখানে যুদ্ধবিরতি শুরু হয়। এই ১১ দিনের সংঘর্ষে গাজায় নিহত হয়েছে ২৫০ জন। তার মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু রয়েছে। নিজেদের জয়ী দাবি করেছে হামাস ও ইসরায়েল উভয়েই।

দক্ষিণ ইসরায়েলে এই সাময়িক যুদ্ধবিরতি উৎযাপন করেছে সাধারণ মানুষ। তবে অনেকের মতে এই অঞ্চলে আবার সংঘর্ষ শুরু হওয়া সময়ের ব্যাপার।

ইউনিসেফ জানায়, হামাস নিয়ন্ত্রিত এলাকায় এক লাখের বেশি মানুষ তাদের ঘর ছেড়ে পালিয়েছে। আট লাখ মানুষের পাইপের পানি পাওয়ার কোনো সুযোগ নেই।

ফিলিস্তিনের কর্মকর্তাদের মতে, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এই সংঘর্ষের পর অঞ্চলটি ঠিকঠাক করতে ১০ মিলিয়ন ডলার প্রয়োজন হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন