বিশ্বে করোনায় মোট মৃত্যু ২৩ লাখ ২০ হাজার
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১১ হাজার মানুষ। শনিবার চার লাখ ১৯ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার করোনায় আক্রান্ত হয়ে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে ২৬শ’ জনের বেশি। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে চার লাখ ৭৩ হাজার। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে দুই কোটি ৭৫ লাখের বেশি মানুষ।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ ১৩শ’ জনের বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ৬৪ হাজারঅ।
শনিবার করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছে ৯৪২ জন। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত ৯৪ লাখ ৯৭ হাজারের বেশি। মারা গেছে দুই লাখ ৩১ হাজারের বেশি মানুষ।
রাশিয়ায় করোনায় একদিনে মারা গেছে ৪৯৭ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছে ৭৬ হাজারের বেশি মানুষ।
দিনের হিসেবে করোনায় মৃত্যু কিছুটা কমে এসেছে ব্রিটেনে। দেশটিতে একদিনে মারা গেছে ৮২৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩৯ লাখ ২৯ হাজার জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১২ হাজাবের বেশি মানুষ।
মহামারির দশ মাসের ইতিহাসে প্রতিদিনের হিসেবে সর্বনিম্ন ৭২ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ৫৫ হাজার। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি আট লাখের বেশি মানুষ।
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৬৩ লাখ। সবমিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ২০ হাজার। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাত কোটি ৭৯ লাখের বেশি মানুষ।
এসএন