আর্কাইভ থেকে বাংলাদেশ

১৪ বছর পর ফিরে এলো ভূয়া অপহৃত

১৪ বছর পর জীবিত ফিরেছেন নারায়ণগঞ্জের এক যুবক রুবেল। অথচ তাকে অপহরণ করা হয়েছে বলে ১৯ জনকে আসামি করে আদালতে মামলা করেছিলেন তার মা। ঘটনাটি উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকার। 

এই মামলার ভয়ে অনেকেই পালিয়ে ছিলেন। আবার জেলও খেটেছেন কেউ কেউ। স্থানীয়রা জানায়, ২০০৭ সালের শুরুর দিকে রুবেল নিখাঁজ হন। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি রুবেলের মা রাহিমা বেগম নারায়ণগঞ্জ আদালতে অপহরণ মামলা দায়ের করেন।

এতে দুই বীর মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামি করা হয়। ৩ বছর সময় নিয়ে মামলা নিষ্পত্তি হয়। এখনও রিমান্ড আর হয়রানির কথা মনে করে আঁতকে উঠে ভুক্তভোগীরা। মিথ্যা অপহরণের আসামির অপবাদ নিয়ে ইতোমধ্যে মারাও গেছেন একজন। 

এদিকে, ১৪ বছর পর গত ২০ মে ফিরে আসেন রুবেল।

তিনি  বলেন, মায়ের মার-ধোরের ভয়, আর ক্ষুদার জ্বালায় বাড়ি থেকে পালিয়েছেন।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, রুবেলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ছেলে ফিরে আসার পর থেকে পলাতক আছেন মামলার বাদি রুবেলর মা রাহিমা বেগম। 

শুভ মাহফুজ

 

এ সম্পর্কিত আরও পড়ুন