আর্কাইভ থেকে আইন-বিচার

ছেলের সামনে বাবাকে খুন: তিনজন ৪ দিনের রিমান্ডে

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে ছেলের সামনে শাহীন উদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় তিনজনকে চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার তাদেরকে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাদের প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, শরীফ, টিটু ও ইকবাল।

গত ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে শাহীন উদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আকলিমা বেগম গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১৬ মে বিকেলে সুমন ও টিটু নামের দুই যুবক শাহীন উদ্দিনকে জমির বিরোধ  মীমাংসার করা হবে বলে ফোন করে ডেকে নেন। শাহীন পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে, সুমন ও টিটুসহ ১৪-১৫ জন মিলে তাকে ওই বাড়ির গ্যারেজে নিয়ে গিয়ে তার ছয় বছরের ছেলে মাশরাফির সামনেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে  হত্যা করে।

মামলার প্রধান আসামি হলেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন