আর্কাইভ থেকে এশিয়া

হংকংয়ে ২৪৮ কোটি টাকায় হীরার আংটি বিক্রি!

২৪৮ কোটি টাকায় একটি গোলাপি হীরার আংটি বিক্রি হলো চীনের হংকংয়ে। গতকাল রোববার ক্রিস্টির নিলাম ঘরে নিলামে তোলা হয় ১৫ দশমিক ৮ ক্যারেটের হীরার আংটিটি। নিলামে দুই কোটি ২২ লাখ ডলারে ডাকই শুরু হয়।

হংকংয়ের গণমাধ্যম জানায়, টেলিফোনে নিলামে অংশ নিয়ে দুই কোটি ৯২ লাখ ডলারে আংটিটি কিনে নেন এক ক্রেতা। অবশ্য তার পরিচয় গোপন রেখেছে কর্তৃপক্ষ।

বিক্রি হওয়া হীরাটিকে এ যাবৎকালের সবচেয়ে বড় পার্পল-পিংক ডায়মন্ড বলা হচ্ছে। চেরি ফুলের মত বিরল রঙয়ের জন্য ডায়মন্ডটির নাম দেওয়া হয়েছে দ্য সাকুরা ডায়মন্ড।

গেল বছর সুইজারল্যান্ডে সর্বোচ্চ ২২৫ কোটি টাকায় বিক্রি হয় ১৪ ক্যারেটের একটি পার্পল-পিংক হীরা। এর নাম ছিল দ্য স্পিরিট অব দ্য রোজ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন