আর্কাইভ থেকে এশিয়া

৬০ সেকেন্ডেই জানা যাবে করোনাভাইরাস আক্রান্ত কিনা

একটি যন্ত্রের ভেতর ফু দিয়ে মাত্র ৬০ সেকেন্ডেই জানা যাবে দেহে করোনাভাইরাস বাসা বেঁধেছে কিনা। 

সিঙ্গাপুর কর্তৃপক্ষ সম্প্রতি নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ শনাক্তের এই প্রযুক্তির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

ব্রিথোনিক্স নামে স্থানীয় একটি স্টার্টআপ কোম্পানি যন্ত্রটি  উদ্ভাবন করেছে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) এর স্পিন-অফ কোম্পানি ব্রিথোনিক্স জানায়, তারা এখন তাদের যন্ত্রটি পরীক্ষা করে দেখার জন্য সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন একটি শহরে এই পরীক্ষা চলছে।

সিঙ্গাপুরে বর্তমানে কোভিড-১৯ এর অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট বাধ্যতামূলক। তার পাশাপাশি শ্বাসযন্ত্রের এই পরীক্ষাও চলবে। এই পরীক্ষায় ৫-২০ সিঙ্গাপুরি ডলার খরচ পড়বে।

ব্রিথোনিক্সের পক্ষ থেকে বলা হয়, গত বছর তারা সিঙ্গাপুরে যে পাইলট ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে সেখানে ৯০ শতাংশের বেশি সঠিক ফল পাওয়া গেছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন