আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি

বঙ্গসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে থেমে থেমে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।

সোমবার রাত সোয়া আটটার দিকে মাজারি ধরনের বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা তাপমাত্রা কমেছে, ফলে স্বস্তি ফিরেছে জনজীবনে।

স্থানীয়রা জানান, কয়েকদিন থেকেই বরিশালে প্রচন্ড গরম। আকাশে মেঘ দেখলেও বৃষ্টি হয়নি। অবশেষে সোমবার রাত সোয়া আটটার দিকে মাঝারি ধরণের বৃষ্টি হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মোঃমাসুদ রানা রুবেল।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে  আগামী ৭২ ঘন্টার মধ্যে বরিশালে বজ্রসহ ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন