আর্কাইভ থেকে অপরাধ

৯ মাসে ৪ টি বিয়ে করা প্রতারক গ্রেপ্তার

৯ মাসে ৪ টি বিয়ে করা প্রতারক মোঃ নাঈম ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ। 

এই চক্রের ৪/৫ জন সদস্য একসাথে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছে। তাদের টার্গেট হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের মেয়েদের বিয়ে করে অভিভাবকদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়া। বিয়ের পূর্বে এই চক্রের প্রত্যেক সদস্য ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে। যেমন কেউ ছেলের বড় ভাই, কেউ চাচা,কেউ মামা,কেউবা ঘটক। 

অনেকসময় এই প্রতারক নাঈম এতিম হিসেবে মেয়ের অভিভাবকদের সহানুভূতি নিয়ে প্রতারণা শুরু করে। বিয়ের আগেই ঘটক কিছু টাকা হাতিয়ে নেয় তারপর নতুন জামাই বিভিন্ন অজুহাতে টাকা নেয়া শুরু করে। টাকা দেওয়া বন্ধ হলেই প্রতারক নাঈম পালিয়ে যায়। পরবর্তীতে চক্রের সদস্যরা মিলে নতুন বিয়ের মিশনে নামে। তার বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ পাওয়া গিয়াছে । 

ইতোমধ্যে সে গত ৯ মাসে কটিয়াদীতে ০২ টি, ভৈরবে ০১টি, মনোহরদিতে ০১ টি বিয়ে করেছে বলে তথ্য পাওয়া যায়। 

তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলার প্রস্তুতি চলছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন