আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘূর্ণিঝর ইয়াসের প্রভাবে বরিশালে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

ঘূর্ণিঝর ইয়াসের প্রভাবে বরিশালের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী সমূহের তীরবর্তী নিম্ন এলাকা প্লাবিত হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত সর্বশেষ হিসেব অনুযায়ী বরিশালের বরগুনা ও পাথরঘাটায় বিশখালীসহ পটুয়াখালীর পায়রা, পিরোজপুরের কচা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরগুনাতে বিষখালী নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার, বেতাগীতে ৮ সেন্টিমিটার ও পাথরঘাটাতে ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কচা নদীর পিরোজপুরের উমেদপুর পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার, মির্জাগঞ্জে পায়রা নদীর পানি ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডর নিবার্হী প্রকৌশলী দিপক দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বরিশালের কীর্তনখোলা নদীসহ আশপাশ এলাকার সকল নদীর পানি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেড়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন