জমি নিয়ে বিরোধে স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা
কিশোরগঞ্জের কটিয়াদীর চাঁনপুরে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বাড়ি ও নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাতে উপজেলা ভূমি সহকারি কমিশনার আশরাফুল আলম বাদী হয়ে কটিয়াদি থানায় মামলা করেন।
মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্বাস্থ্য সচিব জানান, তাঁর প্রয়াত স্ত্রীর নামে সম্প্রতি তিনি বাড়ির সামনে একটি কমিউনিটি ক্লিনিক ও রাস্তা নির্মাণ শুরু করেন। এতে কতিপয় লোকজন বাঁধা দেয়।
শনিবার দুপুরে বাড়ি ও ক্লিনিকে হামলা করে দুর্বৃত্তরা। এসময় স্বাস্থ্য সচিব বাড়িতে উপস্থিত ছিলেন। হামলার সময় সহকারী ভূমি কমিশনারকেও মারধর করে পানিতে ফেলে দেয়া হয়। এরজন্য স্থানীয় সংসদ সদস্যদের অনুসারীদের দায়ী করেন সচিবের স্বজনরা।
কটিয়াদি থানার ওসি এমএ জলিল জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, রেনু মিয়া নামে জনৈক ব্যাক্তির জমির উপর দিয়ে ক্লিনিকের রাস্তা নির্মাণের উদ্যোগ নেন সচিব। এ ব্যাপারে রেণু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সচিবের পরিবারের সদস্যদের বিরোধ ছিল।
শুভ মাহফুজ