আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দেশে করোনায় গেলো ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯৭

করোনায় গেলো ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ৪৫৮ জনের প্রাণহানি হলো।

গেলো ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।

আজ বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হয় গেলো বছরের ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন