আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে ইয়াসের আগ্রাসন চলছে

ভারতের উড়িষ্যাও পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর আগ্রাসন চালাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়টি উড়িষ্যার বালাসোরে আঘাতের পর কিছুটা দুর্বল হয়ে উত্তর থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। ঝড়ের প্রভাবে সেখানকার বেশীর ভাগ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ের কারনে সৃস্ট জলোচ্ছাসে বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যা। 

ইতোমধ্যে পশ্চিমবঙ্গের তিনলাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপকুল ভেসে পানি ঢুকেছে মূল রাস্তায়। দিঘার বাজার এলাকা ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় একই পরিস্থিতি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, জুনপুটের মতো এলাকাগুলোতেও। অধিকাংশ এলাকায় পানি বাঁধ টপকে গ্রামে ঢুকে পড়ছে। আতঙ্কে নিরাপদ আশ্রয়ে চলে গেছে  প্রায় ১৫ লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে সেনা সদস্যরা। রাজ্যেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি রুপি অর্থ সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। 

ইয়াসের প্রভাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাষ জানিয়েছ দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া, ভারি বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়। 

কলকাতায় জানমালের ক্ষতি এড়াতে মঙ্গলবার থেকেই ফ্লাইওভার বন্ধ করেছে  পুলিশ। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সব ধরনের উড়োজাহজ উড্ডয়ন অবতরণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন