মিরাজ বিশ্বের দুই নম্বর বোলার
বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এখন বিশ্বে দুই নম্বর বোলার । সবশেষ আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের তিনি এই অবস্থানে আছেন। এই অফস্পিনার চলমান শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে নৈপুণ্য দেখিয়েছেন।
দলের অপর খেলোয়াড় কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান ভালো বল করে বিশ্বে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন।
এদিকে ওয়ানডেতে ব্যাটিংয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মুশফিকুর রহিম। টানা দুই ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন তিনি। ব্যাটিং দৃঢ়তার পুরস্কার হিসেবে জো রুট, স্টিভ স্মিথদের টপকিয়ে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
অন্যদিকে এখনও ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।