হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।
মঙ্গলবার মধ্যরাতে হালদার আজিমের ঘাটা, স্লুইসগেট, নাপিতের ঘোনা, মাছুয়া ঘোনা ও নোয়াহাটসহ বিভিন্ন এলাকায় মা মাছ এসব ডিম ছেড়েছে।
হালদা নদী গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া জানিয়েছেন, রাত ১২টার দিকে কিছু নমুনা ডিম পাওয়া গেছে। তবে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি থাকায় মা মাছ ডিম ছাড়ছে না।
বৃষ্টি হলে কয়েকদিনের মধ্যে মা মাছ ব্যাপকভাবে ডিম ছাড়বে। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে। পূর্ণিমা ও অমাবস্যা তিথি ডিম ছাড়ার উপযুক্ত সময় ।