বাংলাদেশিদের ইকামার মেয়াদ বাড়াবে সৌদি
বাংলাদেশে আটকে পড়া সৌদী প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়াবে সৌদি আরব সরকার। একই সঙ্গে ভিসার মেয়াদও আগামী ২ জুন পর্যন্ত বাড়ানো হবে।
সৌদি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নাগরিক ও সেদেশে বসবাসকারীদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অন্যদিকে সৌদি অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে করা হবে।