আর্কাইভ থেকে বিএনপি

সরকার দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে: মির্জা ফখরুল

সরকার দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, পার্শ্ববর্তী দেশে যে সম্প্রদায়িকতার উত্থান হয়েছে তাকেই বাংলাদেশে ঢুকিয়েছে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, সারা দেশে সাম্প্রদায়িকতার জন্য আজ যা কিছু হচ্ছে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে তার জন্য দায়ী এবং তারা সেটা জেনে বুঝেই করছে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র আজকে হেরে যাচ্ছে, ধর্মান্ধতার কাছে পরাজিত হচ্ছে। ক্ষমতায় যারা থাকছেন তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য মানুষ হত্যা করছেন, নিজের অধিকার থেকে বঞ্চিত করে নির্যাতন করছেন। এটা প্রায় সমগ্র পৃথিবী জুড়েই চলছে। আর বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়ে তোলার জন্যই বাংলাদেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করেছিলো। সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে এক শ্রেনীর ক্ষমতালোভী মানুষদের জন্য। যারা শুধু নিজেদের প্রভাবকে বিস্তার করবার জন্যে আজকে সমস্ত ব্যবস্থাগুলোকে ধবংস করে দিয়ে একটা দানবীয় রাষ্ট্রে পরিণত করেছে। এদেশে কোনো কল্যাণ নেই, এখানে শুধু সাধারণ মানুষের পকেট লুট করে ক্ষমতালোভীরা তাদের বৃত্ত তৈরি করছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন