বরিশালে ডাবল ইঞ্জিনচালিত লঞ্চ চলাচল শুরু, বন্ধ ছোট লঞ্চ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে না থাকায় বরিশালের সকল অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটে ডাবল ইঞ্জিনচালিত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছেন বিআইডব্লিউটিএ। তবে ছোট লঞ্চ (এক ইঞ্জিনচালিত) চলাচল আপাতত বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২ থেকে অভ্যন্তরীণ সকল রুট ও ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়। লঞ্চ চলাচলের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)বরিশালের উপ-পরিচালক ও নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশাল নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত থাকায় মঙ্গলবার(২৫ মে) বিকেল ৪ টা থেকে সকল অভ্যন্তরীণ ও ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এখন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব না থাকায় ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বরিশালের সকল অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটে ডাবল ইঞ্জিনচালিত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ছোট লঞ্চ (এক ইঞ্জিনচালিত) চলাচল আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানান তিনি।
শেখ সোহান