এখনো জাহাজ জ্বলছে শ্রীলঙ্কা উপকূলে
গেল সপ্তাহ থেকে ভারত মহাসাগরে আগুন জ্বলছে শ্রীলঙ্কার কন্টেইনারবাহী জাহাজে। অনেক চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। ইতোমধ্যে আগুন নেভানোর কাজে ছুটে গেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বৈভব ও বজরা নামে দুইটি জাহাজ।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, এমভি এক্সপ্রেস পার্ল নামে ওই জাহাজে কেমিক্যাল ও জ্বালানি সামগ্রী ছিল। ভারত মহাসাগরে বন্দরে প্রবেশের আগে কলম্বো উপকূল থেকে প্রায় ১৮ কিমি দূরে জাহাজটিতে আগুন লেগে যায়। কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে জাহাজে থাকা মোট ২৫ জন সদস্যকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
গেল ১৫ মে ভারতের গুজরাট থেকে এক হাজার ৪৮৬টি কন্টেইটনার নিয়ে সাগরপথে রওনা দেয় জাহাজটি। এটি কলম্বো হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। জাহাজটিতে কসমেটিকস ও প্রায় ২৫ টন নাইট্রিক অ্যাসিড ছিল।
এদিকে, আগুন লাগার ঘটনায় সময়ের সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। ইতোমধ্যে চেন্নাই থেকে তুতিকোরিনে কোস্ট গার্ডের হেলিকপ্টারও নেওয়া হয়েছে। পুরো এলাকা আকাশপথে পরিদর্শন ও দূষণের পরিমাণ খতিয়ে দেখা হবে। পুরো অভিযানে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতের উপকূলরক্ষী বাহিনী।
এসএন