আর্কাইভ থেকে করোনা ভাইরাস

৯০ দিনের মধ্যে করোনার উৎস খোঁজার নির্দেশ বাইডেনের

করোনাভাইরাসের উৎস কোথায় তা তদন্ত করে দেখার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোকে চেষ্টা দ্বিগুণ করতে এবং বিষয়টি নিয়ে ৯০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন তিনি।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, দায়িত্ব গ্রহণের পর করোনার উৎস সম্পর্কে একটি প্রতিবেদন দিতে বলেছেন প্রেসিডেন্ট। কোনো প্রাণির মাধ্যমে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করেছে না গবেষণাগারে দুর্ঘটনা থেকে উৎপত্তি হয়েছে তা জানতে চান বাইডেন।

বিবৃতিতে বাইডেন বলেছেন, এখন পর্যন্ত দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি তারা। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক আন্তর্জাতিক তদন্ত চান বাইডেন। চীন যাতে সব ধরনের তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করে সেজন্য সমমনা দেশগুলোর সঙ্গে জোট বেধে দেশটির ওপর চাপ দেবে যুক্তরাষ্ট্র।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। বিশ্বব্যাপী এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১৭ কোটি মানুষ। মারা গেছে ৩৫ লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন