আর্কাইভ থেকে দেশজুড়ে

যাত্রীদের মারধর করে বাস থেকে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ

সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী নেয়ার প্রতিবাদ করায় এক পরিবারের চারজনকে মারধর করেছেন বাসশ্রমিকরা। এ সময় ভুক্তভুগি ওই পরিবারের সঙ্গে থাকা ৭ বছরের এক শিশুকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

তিনি জানান, বাসস্টান্ডের বাইরে রাস্তায় বাসযাত্রীদের মারধর করেছেন ঝালকাঠি বাস মালিক সমিতির শ্রমিকরা।

ভুক্তভুগি যাত্রী শামীম সিকদার বলেন, শুক্রবার পরিবার নিয়ে মঠবাড়িয়া যাচ্ছিলাম। বরিশাল থেকে মঠবাড়িয়ায় ভাড়া দেড় শ টাকা করে। কিন্তু করোনায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করায় সরকার নির্ধারিত ২৪০ টাকা করে ভাড়া আদায় করা হয়। কিন্তু নিয়ম হচ্ছে, এক সিট খালি রাখা। কিন্তু ওই বাসটির সুপারভাইজার এক সিট তো ফাঁকা রাখছেনই না বরং যাত্রী তুলছেন দাঁড়া করিয়ে নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আমি এর প্রতিবাদ করলে বাসের সুপারভাইজার, হেলপারসহ বাসস্ট্যান্ডের ১৫ থেকে ২০ জন শ্রমিক মিলে আমাকে মারধর করেন। আমাকে রক্ষা করতে গেলে শ্রমকিরা আমার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন