আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

শরীরে করোনা ভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস বলেছেন, ‘করোনাভাইরাস মারাত্মক কিছু নয়, সেটি প্রমাণ করতে টেলিভিশন লাইভে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে করোনাভাইরাস ঢুকানোর কথা ভেবেছিলেন বরিস জনসন।’

স্থানীয় সময় বুধবার দেশটির আইনপ্রণেতাদের সামনে টেলিভিশন অনুষ্ঠানে কামিংস এই মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এমনটাই দাবি করেছেন জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। তিনি বলেছেন, জনসনের সঙ্গে তার সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছিল গত অক্টোবরে দ্বিতীয় লকডাউন দেয়ার সময়। কারণ, দেশের করোনা পরিস্থিতি এতটা খারাপ হবার জন্য তিনিই (কামিংস) তাকেই দায়ী করেছিলাম। এমনকি বরিসকে প্রধানমন্ত্রী পদে ‘অযোগ্য’ ব্যক্তি বলেও মন্তব্য করেছিলেন।

২০২০ সালের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বরিস জনসন। পরে বরিস সুস্থ হয়ে জানান, তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তার মৃত্যুর ঘোষণা দেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলা হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন