আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে করোন ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে নরসিংদী সদর হাসপাতালে টিকা ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস নিমূল কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় নরসিংদীর পুলিশ সুপার আশরাফুল আজিম, সিভিল সার্জন ডা. নুরুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

নরসিংদীতে প্রথম আনুষ্ঠানিবভাবে করোনা ভাইরাসের ভ্যকসিন গ্রহন করেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীন সাংবাদিক নিবারণ রায়। পরে জেলা প্রশাসনের ৯জন, পুলিশ প্রশাসনের ৫জন, স্বাস্থ্য বিভাগের ১২জনসহ মোট ২৮জন এই করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন