আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ব্রিটেনে এক ডোজের করোনা টিকার অনুমোদন

জনসন অ্যান্ড জনসনের এক ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে ব্রিটেন। শুক্রবার চতুর্থ ভ্যাকসিন হিসেবে এই টিকার অনুমোদন দিয়েছে দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি এমএইচআরএ।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, এক ডোজের ভ্যাকসিনটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে ব্রিটিশ সরকার। টিকার এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের ভারতীয় ধরণ থেকে সুরক্ষা পেতে এই ভ্যাকসিন প্রয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটির তরুণ জনগোষ্ঠি।

জনসন অ্যান্ড জনসনের কাছে টিকার দুই কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটেন।

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, মাঝারি থেকে গুরুতর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৭২ শতাংশ কার্যকর এই ভ্যাকসিন। জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকাটি ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার প্রয়োজন হয় না। সাধারণ ফ্রিজে রাখলেই চলে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন