আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন

রাজশাহীতে পালিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ প্রাঙ্গনে স্বল্পপরিসরে র‌্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়। 

শুরুতে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আত্মত্যাগকারী বীরদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও এ দিবসে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বিপিএম। এছাড়াও অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিট ছাড়াও সেনাবাহিনী এবং র‌্যাবের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সভাপতি প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন