টিকা নিয়ে আতঙ্ক বা ভয়ের কিছু নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
করোনার টিকা নিরাপদ। তাই, টিকা নেওয়ার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক বা ভয়ের কিছু নেই বললেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বোধ করছি না।
এ সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।
শেখ সোহান