সড়কে প্রাণ গেলো ৪ শ্রমিকের
গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় চার পোশাক শ্রমিক মারা গেছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু।
তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।