ছেলেকে বাঁচাতে গিয়ে সেই দগ্ধ মায়ের মৃত্যু
সোনারগাঁয়ে নিজের গায়ে অকটেন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী শান্ত। ঘটনায় সময় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ তার মা সুফিয়া বেগমও (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।
মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।
উল্লেখ্য, শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শান্ত আত্মহত্যা করে । তার মা সুফিয়া বেগম শান্তকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় শান্ত ও তার মাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন রোববার (৯ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন শান্তর মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত সুফিয়া বেগমের স্বামী মোহাম্মদ আলী মিয়া জানান, ছেলের মৃত্যুর এক সপ্তাহ যেতে না যেতেই তার স্ত্রীরও চলে গেলেন।
অনন্যা চৈতী