ইস্টার্ন রিফাইনারিতে আগুন: ৭ সদস্যের কমিটি গঠন
চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইস্টার্ন রিফাইনারির জিএম (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. রায়হান আহম্মদকে।
শনিবার (১৫ অক্টোবর) ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের প্রসেস সাইটে কোনো ধরনের সমস্যা হয়নি। আমাদের ইউনিটগুলো চালু আছে।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। ইস্টার্ন রিফাইনারির ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।
তিনি বলেন, আগুনের সঠিক উৎস এখনো জানা যায়নি। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। তবে এতে বড় ধরনের কোনো কিছু হয়নি।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।