আর্কাইভ থেকে দেশজুড়ে

অবৈধ অনুপ্রবেশের দায়ে পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ে শম্ভু ভূঁইয়া নামে (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। 

শনিবার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার এলাকা থেকে শিংরোড বিজিবি ক্যাম্প এর কোম্পানি কমান্ডার ওই নাগরিককে আটক করেন। 

তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার চাতলা থানার গৌরবপুর গামে। সে ওই গ্রামের চন্দন ভুইয়ার ছেলে। আটকের পর বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে শম্ভুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে শনিবার রাতেই শম্ভু ভূইয়াকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। 

বিজিবি জানায়, শনিবার কহরুহাট বাজার হতে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে ভারতীয় নাগরিক। কাজের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিল শম্ভু। চাকলাহাট ইউপির সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানায় তিনি। অনবরত হিন্দি ভাষায় কথা বলছে তিনি। বর্তমানে শম্ভু সুস্থ্য আছেন। আটককৃত শম্ভুকে রোববার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আককাস আহমদ ভারতীয় নাগরিক আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন