আর্কাইভ থেকে বাংলাদেশ

নভেম্বর মাসের মধ্যেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে:পাওয়ার সেল মহাপরিচালক

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো যখন লাভের মুখ দেখতে শুরু করেছে, ঠিক তখনই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় আবারো লোকসানে পড়ার আশংকায় করছেন ব্যবসায়ীরা।

দেশে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার অনুকূলে উৎপাদন সক্ষমতা ২৫ হাজার ৭১৪ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী উৎপাদন সক্ষমতা দ্বিগুণ হয়ার পরেও লোডশেডিং চরম আকার ধারণ করেছে।

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন জানান, ইয়োক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ ঘাটতি থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

পাওয়ার সেলের মহাপরিচালক আরো জানান, লোডশেডিং কমানোর জন্য সরকার থেকে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে, গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে, নভেম্বর মাসের মধ্যেই পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর সুফল পাওয়া যাবে।

ব্যবসায়ীরা মনে করছেন দ্রুতই বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে, মূলধন হারিয়ে বন্ধ হয়ে যাবে অনেক ক্ষুদ্র ও মাঝারি কারখানা।

আসাদ ভূঁইয়া

এ সম্পর্কিত আরও পড়ুন