আর্কাইভ থেকে আওয়ামী লীগ

অসত্য ভাষণ দেয়া গণতান্ত্রিক রীতিনীতি বহির্ভূত: তথ্যমন্ত্রী

বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে যে বিষদগারের রাজনীতি শুরু করেছেন তা পরিহার করা উচিৎ। অবশ্যই বিরোধীদল সরকারের সমালোচনা করবে তবে অসত্য ভাষণ দিয়ে প্রতিনিয়ত যেভাবে সমালোচনা করা হয় এটি গণতান্ত্রিক রীতিনীতি বহির্ভূত। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্ম ‘অবৈধভাবে’। বিএনপির যেসব রাজনীতিবিদ আজ উচ্চ গলায় কথা বলেন, এদের বেশির ভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি সকালে একবার সরকারের বিরুদ্ধে বিষেদগার করেন আর বিকেলে একবার বিষেদগার করেন। বিএনপির নেতারা যেভাবে সকাল, বিকেল, সন্ধ্যা সরকারের সমালোচনা করছেন আর বলেন তাদের কথা বলার কোনো অধিকার নেই। এটা হাস্যকর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে শুধু সম্পৃক্তই ছিলেন না,বরং বঙ্গবন্ধুর খুনিদের দেশে-বিদেশে পুর্নবিাসিতও করেছিলেন তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন