আর্কাইভ থেকে জাতীয়

ভ্যাট নিবন্ধন পেল গুগল-অ্যামাজন

বিশ্বের অন্যতম সার্চ জায়ান্ট গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান। এর ফলে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা সংক্রান্ত সেবা পাবে প্রতিষ্ঠান দুটি।

এনবিআর সূত্রে জানা গেছে, শুধু গুগল, আমাজন নয়, শিগগিরই ফেসবুক ও নেটফ্লেক্সও ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে।

গত ২৩ মে গুগল আর ২৭ মে অ্যামাজন এ প্রতিষ্ঠান দুটি ভ্যাট নিবন্ধন পেয়েছে। 

অবশ্য এতদিনও প্রতিষ্ঠান দুটি ব্যাংকের মাধ্যমে তাদের ভ্যাটের টাকা পরিশোধ করে আসছিল, সেই ব্যাংকই ভ্যাট কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিত।

জানা গেছে, গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নিয়েছে। অন্যদিকে অ্যামাজন অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে নিবন্ধিত হয়েছে। এখানে গুগল তাদের সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করেছে আর অ্যামাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা দিয়েছে।

মুনিয়

এ সম্পর্কিত আরও পড়ুন