আর্কাইভ থেকে ঢালিউড

চলে গেলেন পরিচালক মনোয়ার খোকন

জনপ্রিয় সিনেমা নির্মাতা মনোয়ার খোকন আর নেই।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা এ কথা জানান ।

অপূর্ব রানা বলেন, খোকন (মনোয়ার খোকন) ভাই আজ সকাল সাড়ে ৬টায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। 

আজ বাদ জোহর উত্তরার ৩ নম্বর সেক্টরে বড় জামে মসজিদে মনোয়ার খোকনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৪ নম্বর সেক্টর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। 

১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় মনোয়ার খোকনের। স্বামী কেন আসামি’ ও ‘মেয়েরাও মানুষ’ সিনেমা নির্মাণ করে ব্যাপক সাফল্য পান তিনি।

মনোয়ার খোকন পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘সংসারের সুখ-দুঃখ’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘খুনি শিকদার’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’ প্রভৃতি। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘পাওয়ার’।

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন