আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহী হাসপাতালে রোগীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে লাফ দিয়ে হিল্লোল (২৪) নামে এক রোগী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। 

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বাবার সঙ্গে কথা কাটাকাটি করে এ ঘটনা ঘটায়। তিনি নগরীর শেখপাড়া এলাকার হাফিজুরের ছেলে। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে পারিবারিক কলহের জের ধরে হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় হিল্লোলের। এক পর্যায়ে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডের তৃতীয় তলা থেকে লাফ দেয়। এতে গুরুত্বর আহত হন। 

পরে তাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়র্ডে ভর্তি করা হয়। তার বুকের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন