পেছাতে পারে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলের শেষের দিকে হতে পারে। এ ছাড়া এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে জুনের শেষের দিকে হতে পারে। তবে, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, আগামী বছর যথা সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নাও হতে পারে। দুই মাস পেছানোর সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।