টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডডিজ। টুর্নামেন্টটির চলমান আসরের সুপার টুয়েলভে খেলতে নেমেছে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র দল হিসেবে তারা দুই-দুটি বিশ্বকাপ জিতেছে।
সোমবার (১৭ অক্টোবর) প্রাথমিক পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভে ওভালে শুরু হবে। যা সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টসে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ এভিন লুইস, কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিয়েন স্মিথ, আকিল হোসেন, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।
স্কটল্যান্ড একাদশ জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।