সালাহর একমাত্র গোলে থামালো ম্যান সিটির জয়রথ
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো লিভারপুল। মোহামেদ সালাহর একমাত্র গোলে তারা জিতলো হাইভোল্টেজ লড়াইটি। ঘরের মাঠ অ্যানফিল্ডে রোববার রাতে ১-০ গোলের জয় পেয়েছে জার্গেন ক্লপের দল। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল অলরেডরা। আর আসরে প্রথম হারের স্বাদ পেল গেলো দুইবারের চ্যাম্পিয়ন সিটি। ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের লড়াই প্রিমিয়ার লিগের শেষ কয়েক বছরের সবচেয়ে আকর্ষণীয় সূচি। তবে চলতি মৌসুমে দুই দলের পারফর্ম্যান্স ছিল বিপরীতমুখী, সিটি অজেয় ছিল বটে, কিন্তু লিভারপুলের অবস্থা ছিল বেগতিক। সেই লিভারপুলই গেলো রাতে সিটিকে হারিয়ে দিয়েছে। যদিও প্রথমার্ধে বারদুয়েক হালান্ড ত্রাস ছড়িয়েছেন লিভারপুল রক্ষণে, তা অবশ্য অল রেডরা ঠেকিয়ে দিয়েছে দারুণ দক্ষতায়। প্রায় ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকরা গোল পেয়ে যেতে পারত, রবার্তো ফিরমিনোর থ্রুতে সালাহর শটটা সিটি গোলরক্ষক এডারসন ঠেকিয়ে দেন দারুণভাবে। ম্যাচের ৭৬ মিনিটে গোলরক্ষক অ্যালিসন দারুণ এক থ্রু বল বাড়ান সালাহর উদ্দেশে। সেটা আয়ত্বে নিয়ে দারুণ এক গোল করেন তিনি। তাতে লিভারপুল পেয়ে যায় মহাগুরুত্বপূর্ণ গোলের দেখা। এই জয়ের পর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে লিভারপুল। দিনের আরেক ম্যাচে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।