মেসি না পারলেও দলকে জেতালেন নেইমার
গোলপোস্ট আর লিওনেল মেসি, তাদের সখ্যতা যেনো একটু বেশিই। গেলেঅ রাতেও তাই দেখা মেললো। দারুণ একটা ফ্রি কিক গিয়ে প্রতিহত হলো ক্রসবারের নিচের অংশে। নিশ্চিত গোলটি না করতে পেরে হতাশ হলেন মেসি। তবে দলকে হারতে হয়নি নেইমারের বদলোতে।নেইমারের গোলে মার্শেইয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এ জয়ের পর লিগ ওয়ানে এ নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা। ১৭ মিনিটে গোল পেয়ে যেতে পারত স্বাগতিকরা। নেইমারের বাড়ানো বলে কিলিয়ান এমবাপের দারুণ এক শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক পাউ লোপেজ, তাই সে যাত্রাতে আর গোলের দেখা পায়নি পিএসজি। ৩৫তম মিনিটে মেসির ফ্রি-কিকে বল ক্রসবারের নিচে লেগে ফিরলে ফিরতি শট নেন ভেরাত্তি। কিন্তু তার শট ব্লক করে ক্লিয়ার করে দেন মার্শইয়ের ডিফেন্ডাররা। তবে পিএসজি তাদের কাঙ্ক্ষিত গোলটা পেয়েছে ম্যাচের ৪৫ মিনিটে। মাঝমাঠ থেকে ভিতিনিয়ার বাড়ানো বলটা এমবাপে হয়ে যায় নেইমারের কাছে, ব্রাজিল তারকা প্রথম ছোঁয়াতেই বলটা জড়ান জালে, ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় মার্শেই। ৫২তম মিনিটে তাদের একটি প্রচেষ্টা ভণ্ডুল করে দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দুন্নারুম্মা। ৭২তম মিনিটে দলটির কপাল পোড়ে স্যামুয়েল গিগট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। নেইমারকে খুব বাজেভাবে ট্যাকল করায় রেফারি সরাসরি মাঠ থেকে বের হয়ে যাওয়ার ইশারা করেন কার্ড দেখিয়ে। দশজনের মার্শেই আর ঘুরে দাঁড়াতে পারেনি। মার্শেইয়ের বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে চতুর্থ স্থানে।