আর্কাইভ থেকে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন আরও ৭ দিন বাড়লো

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে।

আজ সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন।

এর আগে গেলো ২৪ মে সংক্রমণে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলাজুড়ে লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

তিনি বলেন, জেলার প্রধান অর্থকরী ফল আমের মৌসুমে আমচাষি, ব্যবসায়ী, আড়তদার ও রপ্তানিকাররা নিষেধাজ্ঞা বাইরে থাকবে। আম ব্যবসায়ীদের জেলায় প্রবেশে কোনো বাধা নেই। পণ্যবাহী ট্রাক চালু থাকবে।

এদিকে, গেলো ২৪ ঘণ্টায় ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন