শেখ রাসেলকে নিয়ে গান করলেন সুজন হাজং
ইতিপূর্বেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান করেছেন গীতিকবি সুজন হাজং। আবার শেখ রাসেলকে নিয়ে গান করলেন তিনি। এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী অবন্তি সিঁথি।
‘ভোরের আকাশ” শিরোনামের এ গানটি লিখেছেন গীতিকবি সুজন হাজং। সুর ও সংগীতায়োজনে সুমন কল্যাণ। মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গানটি সোমবার (১৭ অক্টোবর) সোস্যাল মিডিয়াতে প্রকাশ পায়।
গানটি নিয়ে গীতিকার সুজন হাজংয়ের বলেন, শেখ রাসেল আমাদের কাছে আবেগ ও ভালোবাসার নাম। শিশুরা যেন আনন্দে বাঁচে, একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখে, এটিই আমাদের প্রার্থনা। গানটিতে শিশুদের কাছে রাসেলকে ভোরের আকাশ হিসেবে উপস্থাপন করেছি। আমার বিশ্বাস এই ভোরের আকাশ দেখেই একদিন শিশুরা পৃথিবীর আলোয় বেড়ে উঠবে।