আর্কাইভ থেকে এশিয়া

তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তীর্থযাত্রীও রয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দেয়া এক প্রতিবেদনে  এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন।

এতে আরো বলা হয়, কেদারনাথের গরু চট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় বলেও জানা যায়। এরপরই সেটি বিধ্বস্ত হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন