পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত
২০২৩ সালে এশিয়া কাপের আসর পাকিস্তানের মাটিতে হওয়ার কথা রয়েছে। কিন্তু সে দেশে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। ফলে পাকিস্তানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হলো।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পরে বোর্ডের সচিব জয় শাহ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পাকিস্তানে গিয়ে রোহিত শর্মারা খেলতে পারে কি না, তা নিয়ে বোর্ডের এজিএমে আলোচনা হবে। কারণ, বোর্ড খেলার সিদ্ধান্ত নিলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন ছিল। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানিয়ে দেয়া হলো যে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না তারা।
২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। কারণ, একই বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যেহেতু ভারতীয় দল পাকিস্তানে যাবে না, তাই এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ দেশে হতে পারে। ভারত দল সবশেষ পাকিস্তানে খেলতে গিয়েছিল ২০০৮ সালের এশিয়া কাপে। আর দ্বিপাক্ষিক সিরিজ শেষবারের মতো খেলতে গিয়েছিল ২০০৬ সালে। এরপর দ্বিপাক্ষিক সিরিজ হলেও পাকিস্তানে যায়নি ভারত। তবে পাকিস্তান দল ভারত সফর করেছে ২০১২ সাল পর্যন্ত। কিন্তু রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে। বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফির মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয় দুই দেশ। ফলে দুই দেশের ক্রিকেট উত্তেজনা নতুন এক মোড় নিলো ক্রিকেট বিশ্বে।