ফুলবাড়ী সীমান্তে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সীমান্তবর্তী তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রায় দেড় হাজার সীমান্তবাসীর মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে ।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এ সময় শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া, হাবিলদার লুৎফর রহমানসহ বিজিবি অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, লালমনিরহাট ১৫ ব্যাটেলিয়নে নিজস্ব চিকিৎসক দিয়ে প্রতিমাসে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।