আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

মজুদকৃত দেড় কোটি ব্যারেল তেল ছাড়ছেন বাইডেন

কৌশলগত মজুদ থেকে দেড় কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (১৯ অক্টোবর) তিনি এই ঘোষণা দেবেন। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এসপিআর ডেলিভারি প্রোগ্রামের অংশ হিসেবে এই তেল ছাড়ার ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রোগ্রাম বসন্তে শুরু হয়েছিল এবং ডিসেম্বর পর্যন্ত চলবে।

রাশিয়ান তেলের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাস্তবায়নের পর উতেলের বাজারে প্রত্যাশিত কিছু অস্থিরতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস।

এখন পর্যন্ত এসপিআর প্রোগ্রামের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৬৫ মিলিয়ন (সাড়ে ১৬ কোটি) ব্যারেল অপরিশোধিত তেল ছেড়েছে। বুধবার অতিরিক্ত আরও দশ থেকে পনের মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেয়া হবে।

তবে হোয়াইট হাউস এবং মার্কিন শক্তি বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন