এবার কেক কাটব ছেলের হাত ধরে : পরীমণি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জন্মদিনের বাকি মাত্র আর পাঁচদিন। ২৪ অক্টোবর এ নায়িকার জন্মদিন। পরী মানেই চমক।
পরীর এবারের জন্মদিন অনেকটা স্পেশাল। কারণ, এবারই প্রথম মা পরীর জন্মদিন। তাই ছেলের হাত ধরে কেক কাটবেন নায়িকা।
একটি গণমাধ্যমকে পরীমণি জানান, ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। রাজ্যের বাবা তার সিনেমার প্রচারণায় ব্যস্ত। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে এতকিছু সামাল দেব কীভাবে! কিন্তু পরে ভাবলাম, জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। নিজেকে কষ্ট দেয়া যাবে না।
প্রতি বছর নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন পরীমণি। কিন্তু এবার তার একটি পূর্ণ পরিবার রয়েছে। স্বামী-সন্তান নিয়ে এবারই প্রথম জন্মদিনের আয়োজন করতে যাচ্ছেন নায়িকা। তার ইচ্ছা, ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন।
প্রসঙ্গত, গেলো বছর বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিল ‘ফ্লাই উইথ পরীমণি’ অর্থাৎ ‘পরীমণির সঙ্গে ওড়ো’। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন পরীমণি।
এরই মধ্যে জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন তিনি। ১৬ অক্টোবর রাতে নিজের ফেসবুকে জন্মদিন সংশ্লিষ্ট ছবি পোস্ট করেছেন। জন্মদিনের উপহারের ছবি। যদিও উপহারটি নিজেই নিজেকে দিয়েছেন আলোচিত এ নায়িকা।
ক্যাপশনে লিখেছেন,‘নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে পরী।’
পরীমনির জন্মদিনে অতিথিদের জন্য থাকে ড্রেসকোড। এবার কী থাকছে? তিনি এটাও জানান, এবার আকাশি-সাদার সমন্বয় হতে পারে। ভাবছি আকাশি-সাদা অথবা ফিরোজা-সাদা রঙের সমন্বয় করব। ড্রেসকোড আগেই জানিয়ে দেব।
তবে জন্মদিনের আয়োজন কোথায় বসবে সে ব্যাপারে এখনই জানাতে রাজি হননি পরীমনি।