বাফার জোনে গোলা বর্ষণের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া
মেরিটাইম বাফার জোনে আড়াইশোর বেশি গোলা বর্ষণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, আন্তঃকোরিয়া সীমান্তে এই গোলাবার্ষণের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে আমেরিকার সঙ্গে চলমান যৌথ মহড়ার ব্যাপারে মারাত্মক হুশিয়ারি সংকেত দেয়া হয়েছে।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র বলেন, ওই এলাকায় দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ হিসেবে কোরিয়ার সামরিক বাহিনী এই গোলাবর্ষণ করেছে। সোমবার মহড়া শুরু হয়েছে এবং আগামী শনিবার পর্যন্ত তা চলবে।
তিনি এই মহড়াকে পাগলামি এবং উসকানি উল্লেখ করে বলেন, এ ধরনের মহড়ার কারণে করিয়ো উপদ্বীপে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এ কর্মকর্তা অবিলম্বে এই যৌথ মহড়া বন্ধের দাবি জানান।
এর কয়েক ঘন্টা আগে পূর্ব এবং পশ্চিম উপকূলে ব্যাপকভাবে গোলাবর্ষণ করে উত্তর কোরিয়ার সেনারা।