স্ত্রীকে জবাই করে হত্যা করল পাষণ্ড স্বামী
গাজীপুরের কালিয়াকৈরে রান্না নিয়ে পারিবারিক কলহে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাস্থল থেকেই পুলিশ নিহতের স্বামী রুবেল হোসেনকে আটক করে।
নিহত শামসুন্নাহার মামনি শিলা (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলহার এলাকার সামসুল হকের মেয়ে। আটককৃত রুবেল মিয়া (৩০) একই এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার হরিণহাটি এলাকায় জমশের আলীর বাড়িতে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ আকবর আলী খাঁন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে
তিনি জানান, প্রায় এক বছর ধরে স্ত্রীকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার বসবাস করে আসছিল রুবেল ও শামসুন্নাহার। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। সকালে রান্না নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে রুবেল ঘরের দরজা বন্ধ করে বটি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন হবে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।