বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
দেশ থেকে টাকা পাচারের বিষয়ে ইদানীং আমরা পত্র-পত্রিকায় দেখছি৷ বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছেন। বললেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, মানি একচেঞ্জ সংশ্লিষ্ট সাত শতাধিক প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষেত্র বিশেষ তাদের লাইসেন্স বাতিল করা হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত হচ্ছে। কে কী পরিমাণ টাকা পাচার করেছে এবং কোথায় করেছে এসব বিষয়ে তদন্তের পর বলা যাবে।