সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। আজ বুধবার (১৯ অক্টোবর) হারলেই ছিটকে পড়বে এমন সমীকরণে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে নিকোলাস পুরানের দল। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে ১৫৩ রান। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জনসন চার্লস। স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই ৪২ রানের বড় পরাজয়ে শুরু হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচটিতে ছিল তাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য। ক্যারিবিয়ানদের হয়ে আলজেরি জোসেফ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন জেসন হোল্ডার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট সংগ্রহ করেন সিকান্দার রাজা। এছাড়া দুই উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি।