মাত্র ২৬ বছর বয়সেই মন্ত্রী
২৬ বছর বয়সে সুইডেনের পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেলেন রোমানিয়া পৌরমোখতারি। সেদেশের মন্ত্রিসভার সদ্যস্যদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। দেশটির জলবায়ু মন্ত্রণালয়ে এর আগে ২৭ বছর বয়সী একজনের মন্ত্রী হওয়ার রেকর্ড ছিল।
সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সন, যিনি সুইডেন ডেমোক্রেটদের সমর্থনে একটি জোট সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থেকেই মনোনীত করা হয়েছে রোমানিয়াকে।
রোমিনা দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রিসভা ঘোষণা করেন। ২৪ মন্ত্রীর মধ্যে ১১ জনই নারী।